Home ছড়া-কবিতা কবিতা মুখরিত স্বর – নূরুন্নাহার নীরু

মুখরিত স্বর – নূরুন্নাহার নীরু

মুখরিত স্বর - নূরুন্নাহার নীরুক্রমিক সংখ্যার একটি নম্বর,
ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর।
একটি বর্ষের মুখরিত স্বর,
ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর।
একটি জাতির পুণ্যবর,
ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর।

ভালোবাসার এ বিজয় দিবস
থাকবে না কেউ মূক ও বিবশ
আমার প্রাণে হৃদয় অঙ্গে
বিশ্বম্যাপে জাতিসংঘে
উড়বে কেতন সবুজ লালে
ম্লান হবে না মহাকালে
হয়েছে বিজয় থাকবে অমর,
ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর।

SHARE

Leave a Reply