Home ছড়া-কবিতা কবিতা বনভোজন, হুর রে – এ কে আজাদ

বনভোজন, হুর রে – এ কে আজাদ

বনভোজন, হুর রে - এ কে আজাদহিপ হিপ হিপ হুর রে!
গাছের ডালে ডাকে কোকিল
ইস কি মধুর সুর রে!

হিপ হিপ হিপ হুর রে!
পরীক্ষা শেষ, বনভোজনে
যাবো মধুপুর রে!

হিপ হিপ হিপ হুর রে!
ভাওয়ালগড় আর আনারস বন
নয় তো বেশি দূর রে।

হিপ হিপ হিপ হুর রে!
যাবি না কি বন্ধু তোরা
মুন তুসু আর নুর রে?

হিপ হিপ হিপ হুর রে!
বাড়ি গিয়ে মামার কাছে
বায়না সবাই জুড় রে।

হিপ হিপ হিপ হুর রে!
সঙ্গে নেবো গোস্ত পোলাও
বিস্কুট চানাচুর রে।

হিপ হিপ হিপ হুর রে!
বনভোজনে মজা করে
সবাই মিলে ঘুর রে।

SHARE

Leave a Reply