Home নিয়মিত ঝাঁপি থেকে ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

কিশোরকণ্ঠে কমিকস একটু উন্নত করলে ভালো হবে।
– চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।
মেহেদী হাসান (হৃদয়)
মাইজদী, নোয়াখালী

কুইজের এত সেশন-জট কেন? উত্তরদাতাদের নাম পরবর্তী মাসে পেলে ভালো হতো, তাহলে সবার কিশোরকণ্ঠের প্রতি আগ্রহটাও বেড়ে যেত।
– বিষয়টি নিয়ে আমরাও ভাবছি।
মোঃ সোয়াইব হোসেন
বাগাট, মধুখালী, ফরিদপুর

রহস্য ভেদ খুব তাড়াতাড়ি যেন চালু করা হয়।
– চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।
আব্দুল আজিজ
দেওয়ানগঞ্জ, জামালপুর

একটা বিভাগ খোলা হোক যেখানে প্রতি মাসে ১০টি করে সাধারণ জ্ঞান ও তার উত্তর থাকবে।
– খুব ভালো প্রস্তাব। ধন্যবাদ।
হাবিবুর রহমান
দেওয়ানগঞ্জ, জামালপুর

SHARE

Leave a Reply