সমাজ থেকে নৈতিকতা
যখন গেল উবে
অনাচারের অন্ধকারে
যখন মানুষ ডুবে।
তখনই জন্ম নেন এক
মানবতার দূত
মানুষ হয়েও জীবন যাঁর
দারুণ নিখুঁত।
যে যুগেতে মিথ্যে ছিলো
সঙ্গী প্রতিদিন
সে সময়ও সবাই তাকে
ডাকতো আল-আমিন।
পরের কষ্ট নিজের কাঁধে
নিতেন হেসে তুলে
সমাজ করেন উদ্ভাসিত
আলোর দুয়ার খুলে!
হওয়ার পরও নির্যাতিত
মানবতার গান
কণ্ঠে তুলে করেন তিনি
ইসলামে আহ্বান।
নয়তো কেউ তিনিই হলেন
মুহাম্মদ রাসূল
তাকে পেয়ে ধন্য জাহান
ধন্য মানবকুল।