বুঝতে হবে নিজকে তোমার
বুঝতে হবে অন্যকে,
বুঝতে হবে পোষ্যকে আর
বুঝতে হবে বন্যকে।
খুঁজতে হবে মনের বনে
লুকানো সে বাঘটাকে,
খুঁজতে হবে শীতের রাতের
শরীর কাঁপা মাঘটাকে।
বুঝতে হবে আপন পরের
মিলের মাঝে ভিন্নতা,
বুঝতে হবে ভুলের পথ
অদৃশ্য এক ছিন্নতা।
খুঁজতে হবে সত্য পথের
অজানা সে পথটাকে,
খুঁজতে হবে মজলুমানের
না বলা সে মতটাকে।