Home কিশোরকণ্ঠ পাঠক ফোরাম জাতীয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা ২০১৯-এর পুরস্কার প্রদান

জাতীয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা ২০১৯-এর পুরস্কার প্রদান

সর্বাধিক প্রচারিত শিশু-কিশোর মাসিক নতুন কিশোরকণ্ঠ আয়োজিত ‘জাতীয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা ২০১৯’ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পত্রিকা কার্যালয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
২০১৯ সালের জানুয়ারি থেকে মার্চ এই তিন সংখ্যার ওপর জাতীয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রচুর সংখ্যক পাঠক অংশগ্রহণ করে। পূর্বঘোষণা অনুযায়ী প্রথম পুরস্কার ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার নোট প্যাড, তৃতীয় পুরস্কার ট্যাবসহ মোট ১০ জনকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়েছে। কিশোরকণ্ঠের স¤পাদক বিশিষ্ট কবি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক মু. রাজিফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোবারক হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- “বড় হওয়ার ইচ্ছাই মানুষকে বড় করে তোলে। সুতরাং বড় হওয়ার স্বপ্ন নিয়ে কঠোর পরিশ্রম করতে হবে আমাদের। তাহলে সফলতা ধরা দেবে সহজেই। আর কাজ করতে হবে মানুষের কল্যাণের জন্য। তবে আমাদের মনে রাখতে হবে- পিতা-মাতার অবাধ্য হওয়া যাবে না। এবং সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়া যাবে না। কারণ, এই জীবনই শেষ জীবন নয়। পরকাল আমাদের শেষ ঠিকানা। সুতরাং পরকালের পাথেয় অর্জন করতে হবে ঠিকঠাক মতো। তবেই সফল হবে মানব জনম।”
সভাপতির বক্তব্যে কিশোরকণ্ঠের সম্পাদক কবি মোশাররফ হোসেন খান বলেন, “‘কিশোরকণ্ঠ পড়বো জীবনটাকে গড়বো’- এই শ্লোগানকে সামনে রেখে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কর্তৃক ১৯৮৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে বাংলাদেশের অসংখ্য শিশু-কিশোরের প্রিয় মাসিক নতুন কিশোরকণ্ঠ। কিশোরকণ্ঠ পত্রিকা একজন ছাত্রকে পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষায় উৎসাহিত করে। আজকের শিশু-কিশোরদের আগামীর বাংলাদেশের জন্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এক সাহসী ভূমিকা পালন করে যাচ্ছে কিশোরকণ্ঠ। একই সাথে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এই পত্রিকা বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমের আয়োজন করে থাকে। দেশব্যাপী জাতীয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা তার মধ্যে অন্যতম। শিশু-কিশোরদের সুন্দর ও যোগ্য করে তুলতে মাসিক নতুন কিশোরকণ্ঠের এই উদ্যোগ যেন সার্বিকভাবে সফল হয় সেই কামনা করছি মহান আল্লাহর দরবারে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সদস্য আলমগীর হুসাইন, সহকারী সম্পাদক তোফাজ্জল হোসাইন, আবিদ হাসান, আবু তালেব, নাবিউল হাসান, আতিকুর রহমান, জামাল উদ্দিন, বেলাল হোসাইন, আনিসুর রহমান প্রমুখ।

পুরস্কার বিজয়ী যারা-

প্রথম পুরস্কার: মুনতাছির আল মাহদী, সদর, ময়মনসিংহ; দ্বিতীয় পুরস্কার: মো. যায়েদ হাসান নাফিজ, চুনতি, লোহাগাড়া, চট্টগ্রাম; তৃতীয় পুরস্কার: মোসা: দিলারা খাতুন দিবা, পিটিআই রোড, চাঁপাইনবাবগঞ্জ; চতুর্থ পুরস্কার: মো: আলী রায়হান, সদর নোয়াখালী; পঞ্চম পুরস্কার: মো. আবু তালহা, সদর সিরাজগঞ্জ; ষষ্ঠ পুরস্কার: সুরমা আক্তার, তাহিরপুর, সুনামগঞ্জ; সপ্তম পুরস্কার: তাহসীন আহমাদ মাহী, সোনাডাঙ্গা, খুলনা; অষ্টম পুরস্কার: মোসা: ফারজানা মীম, বাবুগঞ্জ, বরিশাল, নবম পুরস্কার: মো: সোহেল রানা, বোদা, পঞ্চগড়; দশম পুরস্কার : আরিফ হাসনাত তন্ময়, সাভার, ঢাকা।

SHARE

Leave a Reply