মানবজাতির কল্যাণে
আল্লাহর অশেষ দান
মহানবী হজরত মুহম্মদ
সাল্লাল্লাহু আলাহিসসালাম।
এ বিশ্ব এক মহাগ্রন্থ
হজরত মুহম্মদ (সা) তার মুখবন্ধ
জাতিধর্ম নির্বিশেষে মনীষীদের অভিমত-
মুহম্মদ এ জগতের শ্রেষ্ঠ মানব।
আমাদের গর্ব আমরা তাঁর উম্মত
অন্তরে থাকুক তৌহিদী হিম্মত।
তাঁর নামে দরুদ পড়েন স্বয়ং আল্লাহ
তাঁর নামে দরুদ পড়েন ফেরেশতাকুল
তাঁর নামে দরুদ পড়ে জিন-ইনসান।
-ইয়া নবী সালাম আ’লাইকা
-ইয়া রাসূল সালাম আ’লাইকা
-ইয়া হাবিব সালাম আ’লাইকা
-সালাওয়াতুল্লাহ্ আলাইকা।