নদীর পরে নদী চলছে
নদীর নেই শেষ
নিঝুম রাতে চাঁদের হাসি
সোনার বাংলাদেশ।
মুয়াজ্জিনের আজান শুনে
জাগি সকালবেলা
সন্ধ্যা সাঁঝে আকাশ জুড়ে
দেখি পাখির মেলা।
সাগর নদীর কলতানে
মন জুড়িয়ে যায়
বসন্তকালে কোকিল পাখি
কুহু কুহু গায়।
নদীর জলে মাল্লা মাঝি
নৌকা চালায় সুখে
রাখাল ছেলে চরায় গরু
হাসিভরা মুখে।
ফুল ফসলের সুবাস ভরা
রূপের নেইকো শেষ
নিঝুম রাতে চাঁদের হাসি
আমার বাংলাদেশ।