ছন্দ ছড়া মজার পড়া
ছন্দে-ছন্দে পড়ি,
ছন্দ মাখা রতœ দিয়ে
সাজাই জীবন-তরী ।
ছন্দে ভেসে ছড়ার দেশে
নিত্য আমি যাই,
ছন্দ ছড়ার সুবাস নিতে
খুব আনন্দ পাই।
ছড়ায় ছড়ায় মেতে উঠি
ছন্দ তালে-তালে,
সুখ উল্লাসে ঘুরে বেড়াই
স্বপ্ন ডালে-ডালে।
ছন্দ ছড়া রঙে ভরা
ছন্দে-ছন্দে রাঙা,
ছড়ার হাটে থাকলে পাঠে
মনটা হবে চাঙ্গা।