Home ছড়া-কবিতা কবিতা হেমন্তিকা । মামুন সারওয়ার

হেমন্তিকা । মামুন সারওয়ার

মুক্ত মেঘের আকাশটা আজ নীলচে দেখো নীলচে
তুলোট তুলোট মেঘগুলো সব এক হয়ে যে মিলছে।
হলুদ আভায় স্বপ্ন যেনো ঝিলমিলানো রোদ্দুর
উড়ছে পাখি পাখনা মেলে মন চলে যায় যদ্দুর।

উতল হাওয়ায় ধানের ক্ষেতে ধানগুলো সব নাচছে
ধান যেন নয় ঝুমুর ঝুমুর ঝুমঝুমিটা বাজছে।

গভীর রাতে দূরের ঝোপে ডাকছে ডাহুক গুবগুব;
শাপলা ফুলের শিশিরগুলো খেলছে যেন ডুবডুব।
সবুজ সবুজ শ্যাওলা পাতা জ্বলছে জলে ঝিকমিক
টিকটিকিটা ঘরের ফাঁকে বলছে যেন ঠিক ঠিক।

সন্ধ্যা যেন উছলে ওঠে বকুল ফুলের গন্ধে
শরৎ শেষে হেমন্তিকা আসে সুখের ছন্দে।

SHARE

Leave a Reply