Home হাসির বাকসো হাসির বাকসো

হাসির বাকসো

শিক্ষক ও ছাত্রের মধ্যে আলাপন-
শিক্ষক : বলতো রাতে বিদ্যুৎ চলে গেলে তুই কী দেখতে পাস?
ছাত্র : স্যার, ভবিষ্যৎ দেখতে পাই।
শিক্ষক : বেয়াদব! আমার সাথে ইয়ার্কি হচ্ছে?
ছাত্র : ইয়ার্কি নয় স্যার, আপনিই তো সবসময় বলেন আমার ভবিষ্যৎ নাকি অন্ধকার।
মিরাজ হোসেন
রায়পুর, লক্ষ্মীপুর

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
১ম বন্ধু : তোকে আমি একটা প্রশ্ন করব?
২য় বন্ধু : বলতে পারিস।
১ম বন্ধু : তোর বাবার বয়স কত?
২য় বন্ধু : আমার বাবার বয়স ১৮ বছর।
১ম বন্ধু : কিভাবে?
২য় বন্ধু : কারণ আমি জন্মের পরই তো তিনি বাবা হয়েছেন।
মো: উমর আলী
চাপানীহাট, ডিমলা, নীলফামারী

শিক্ষক ও ছাত্রের মধ্যে কথোপকথন-
শিক্ষক : বলতো পানির রাসায়নিক সঙ্কেত কী?
ছাত্র : H, I, J, K, L, M, N, O
শিক্ষক : হয়নি। পানির সঙ্কেত H2O।
ছাত্র : স্যার! H to O তো H, L, J, K, L, M, N, O-ই হয়।
নাহিদ হাসান
রায়পুর, লক্ষ্মীপুর

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
প্রথম বন্ধু : তোকে না কতবার বলেছি আমার কোন কিছু ব্যবহার করবি না।
দ্বিতীয় বন্ধু : তোর ভালোর জন্যই রেইনকোটটা নিয়েছিলাম।
প্রথম বন্ধু : আমার ভালোর জন্য মানে?
দ্বিতীয় বন্ধু : তা না হলে তোর জামাটা যে ভিজে যেত।
এনামুল হক, মাগুরা

থানায় গিয়ে এক ভদ্রমহিলা ইন্সপেক্টরকে বললেন, ‘আমার স্বামী গতকাল আলু কিনতে বাজারে গেছে, এখনো ফেরেনি।’
ইন্সপেক্টর : আলুই রান্না করতে হবে এমন তো কোনো কথা নেই, অন্য সবজি রান্না করুন।
হাসনাত উদ্দিন
আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রাম

১ম বন্ধু : তোর রোল কত?
২য় বন্ধু : আমার রোল আটানব্বই। তোর কত?
১ম বন্ধু : আমার রোল ময়দানব্বই।
২য় বন্ধু : দূর মিয়া! ময়দানব্বই কারও রোল হয় নাকি?
১ম বন্ধু : তোর রোল আটা হলে আমার রোল ময়দা হবে না কেনো?
আব্দুল মমিন
নাচোল, চাঁপাইনবাবগঞ্জ

SHARE

Leave a Reply