কার্টুন বিভাগ পড়ে মজা পাওয়া যায় না। তাই আরো সুন্দর করা হোক।
হাবিবুর রহমান,
দেওয়ানগঞ্জ, জামালপুর
– আরো ভালো করার চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
কিশোরকণ্ঠের স্লোগান কী?
মিরাজ হোসেন
রায়পুর, লক্ষ্মীপুর
– কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো।
কিশোরকণ্ঠে হাসির বাকসো, অনুশীলন এবং খোলাডাক বিভাগগুলো যদি রঙিন করেন তাহলে অনেক সুন্দর দেখাতো।
মুহাম্মদ জিহাদ সর্দ্দার
চিনাডুলী, ইসলামপুর, জামালপুর
– সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ।
কিশোরকণ্ঠ প্রতি মাসে আমাদের জামালপুরে আসে প্রায় ২০ তারিখের পর। আবার ইন্টারনেটে কিশোরকণ্ঠ আসতে অনেক দেরি হয়। তাই সময় মত কিশোরকণ্ঠ পড়তে পারি না। যদি ইন্টারনেটে কিশোরকণ্ঠ মাসের ১ তারিখেই দেন তাহলে অনেক উপকার হবে।
জাবির মাহমুদ
পাগলা পাড়া, ইসলামপুর, জামালপুর
– সে জন্য চেষ্টা করা হচ্ছে। সকলের দোয়া চাই।
রহস্যভেদ বিভাগটি কি পুনরায় চালু করা হবে?
মুঈনুল ইসলাম তালহা
লাঙ্গলখালী, লালমোহন, ভোলা
– ইচ্ছা থাকবে না কেন? আল্লাহ সাহায্য করলে বিভাগটি ইনশাআল্লাহ আবারও হাজির হবে।
আমি স্বাস্থ্যকথা সম্পর্কে লিখতে চাই, পাঠানো যাবে কি? এবং এ বিভাগটি পুনরায় চালু করা যাবে?
মো. হাছান,
চরমোহনা, রায়পুর, লক্ষ্মীপুর
– হ্যাঁ, বিভাগটি চালু করার ইচ্ছা আছে। তুমিও তোমার লেখা পাঠাতে পারো।