প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো।
এবারও একটি কবিতার প্রথম অংশটি দেয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। আল্লাহ হাফিজ
তোমাদেরই
পরিচালক ভাইয়া
সেপ্টেম্বর ২০১৯ মাসের ছড়া
“শরৎ শেষে আসবে দেশে
নতুন ঋতুরাজ
সেই খুশিতে চতুর্দিকে
কত্ত রকম সাজ!”
জুলাই ২০১৯ মাসের ছড়া
“একটুখানি ভেবে দেখো
মানুষ কত বড়
বড় হলেই অনেক কিছু
করতে পারো জড়ো।”
বড় তো নয় গা-গতরে
কাজেই পরিচয়
এই কথাটি মনে রেখো
তুমি নিশ্চয়।
কাজে কর্মে বড় হলে
তারা অমর হয়
মানুষ হলো সৃষ্টির সেরা
হবেই তার জয়।
শাহাদাত হোসেন বাবু
দক্ষিণ মনিপুর, মিরপুর
আরো যাদের লেখা ভালো হয়েছে
শাহজাদা ফয়সাল, শাকচর মদিন উল্লাহ্ চৌধুরী উচ্চবিদ্যালয়, সদর, লক্ষ্মীপুর; আরিফ হোসেন সবুজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, চৌদ্দগ্রাম, কুমিল্লা।