পাকা ধানের গন্ধে ভরা
এইতো আমার পল্লীমায়ের দেশ,
চারিদিকে লাল-সবুজের
আঁচল ঘেরা মমতার আবেশ।
সাতসকালে নদীর তীরে
বয়ে যাওয়া স্নিগ্ধ সমীরণ,
এক নিমিষেই নেয় কেড়ে নেয়
তোমার আমার কচি কিশোর মন।
একটুখানি লাগলে কানে
রাখাল ছেলের কোমল বাঁশির সুর,
স্বপ্ন পাখি ডানা মেলে
যায় উড়ে যায় সুদূর অচিনপুর।
বৈঠা হাতে খেয়া মাঝি
গাইতে থাকে ভালোবাসার গান,
জারুল গাছের শীতল ছায়ায়
পাই খুঁজে পাই শান্তি অফুরান।