Home তোমাদের কবিতা মায়ের হাসি । মুহাম্মদ নজরুল ইসলাম

মায়ের হাসি । মুহাম্মদ নজরুল ইসলাম

মধুর আমার মায়ের হাসি
মিষ্টি মায়ের মুখ
ভালোবাসায় প্রাণ জুড়িয়ে
মুছিয়ে দেয় দুখ।

আকাশছোঁয়া ভালোবাসা
মায়ের দেওয়া চুম
আদর সোহাগ দেয় ভরিয়ে
পাড়িয়ে দেয় ঘুম।

জোছনা ভরা চাঁদের আলো
জোনাকিদের ডাক
আম্মু পরশ দেয় বিলিয়ে
যখনি দেই হাঁক।

আম্মু আমার এই পৃথিবীর
সকল সুখের উৎস
আদর পাওয়া দুষ্টু আমি
মায়ের প্রিয় বৎস।

SHARE

Leave a Reply