Home তোমাদের কবিতা নবরূপে বর্ষাকাল । মতিউর রহমান মিয়াজি

নবরূপে বর্ষাকাল । মতিউর রহমান মিয়াজি

বৃষ্টিতে ভিজে যায় পথ ঘাট বাট
ভিজে ওই ভেড়াদের পাল,
এলোমেলো হয়ে যায় গ্রামের হাট
ফিরে আসে নবরূপে বর্ষাকাল।

ঘাসগুলো হয়ে ওঠে তরতাজা মান
ধানক্ষেতে সবুজের সমারোহ,
মৃতপ্রায় গাছপালা ফিরে পায় প্রাণ
বর্ষার প্রতি তাই বেড়ে যায় মোহ।

গ্রামগুলো থইথই জলে টইটুম্বুর
খালে বিলে মাছে করে কিলবিল,
খোকা খুকি বৃষ্টিতে করে ঘুর ঘুর
আনন্দে নেচে ওঠে মনমরা দিল।

SHARE

Leave a Reply