Home তোমাদের কবিতা বৃষ্টি ভেজা শৈশব । মুহাম্মদ নজরুল ইসলাম

বৃষ্টি ভেজা শৈশব । মুহাম্মদ নজরুল ইসলাম

শৈশব ছিল মধুর আমার
দুষ্টুমিতে মিষ্টি
লাগতো ভালো চতুর্দিকে
যখন দিত বৃষ্টি।

সারাটাদিন আশাই ছিলাম
বৃষ্টি যেন আসার
দুষ্টুমিতে ভিড় জমাতে
মিষ্টি হাসি হাসার।

মেঘের বাঁশি শুনতে পেলে
হাতে নিতাম বল
পালিয়ে যেতাম আমরা সবাই
দুষ্টু ছেলের দল।

দৌড়ে যেতাম সবুজ মাঠে
লুকিয়ে যেতাম ক্ষেতে
খেলা হতো বৃষ্টি ভেজায়
দুষ্টুমিতে মেতে।

মত্ত ছিলাম দুষ্টুমিতে
দৃষ্টি ছিল মায়ের
সন্ধ্যা হলে নালিশ এতো
দোষটা দিতাম ভায়ের।

SHARE

Leave a Reply