লক্ষ্য যাদের আঁধার ছেড়ে
আলোর পথে চলা,
দাও ছেড়ে দাও কুপথ যতো
মিথ্যা কথা বলা।
লক্ষ্য যাদের মনের কোণে
সফল জীবন গড়া,
দিনে রাতে রুটিন মাফিক
করবে লেখাপড়া।
লক্ষ্য যাদের সুবাস দেওয়া
গোলাপ ফুলের মতো,
ছাড়তে হবে আজকে তাদের
খারাপ বন্ধু যতো।
লক্ষ্য যাদের মায়ের মুখে
আনবে হাসি বেশ,
অবহেলায় সময় যেনো
না হয় কভু শেষ।
লক্ষ্য যাদের জয় করে সব
আনবে সফলতা,
শক্তি সাহস রাখবে বুকে
ছাড়বে অলসতা।