Home ছড়া-কবিতা কবিতা পড়লে পড়া । রেদওয়ানুল হক পড়লে পড়া । রেদওয়ানুল হক August, 2019 পড়লে পড়া পড়তে হবে পড়ার মতো রাখতে হবে সাহস বুকে লড়ার মতো। ধরতে হবে সব অধরা ধরার মতো ঘাম ঝরিয়ে করবে কিছু করার মতো। গড়তে হবে জীবনটাকে গড়ার মতো নইলে তোমায় বলবে সবে মরার মতো!