Home নিয়মিত অনুশীলন অনুশীলন

অনুশীলন

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো।
এবারও একটি কবিতার প্রথম অংশটি দেয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে।
আল্লাহ হাফিজ।
তোমাদেরই পরিচালক ভাইয়া।

আগস্ট ২০১৯ মাসের কবিতা

“সাত সাগরের মাঝি তিনি
ডাগর ডাগর চোখ
কবি ফররুখ নাম তাঁর
চেনে সর্বলোক।”

জুলাই ২০১৯ মাসের কবিতা

“আগস্ট এলেই ভেসে ওঠে
মস্ত এক ছবি
সেই ছবিটি কার কি জানো?
বিশ্বজয়ী কবি।”

আগস্ট এলেই ভেসে ওঠে
কবির লেখাগুলি
তার লেখা কাব্য-কথা
কেমন করে ভুলি?

আগস্ট এলেই ভেসে ওঠে
কবির মুখখানা
বিদ্রোহী সেই প্রিয় কবি
বিশ্ব মাঝে চেনা।

জাবির আহম্মেদ জিহাদ
দেওয়ানপাড়া, ইসলামপুর, জামালপুর

SHARE

Leave a Reply