Home ছড়া-কবিতা কবিতা অতিতে ক্ষতি । মাহমুদুল হাসান নিজামী

অতিতে ক্ষতি । মাহমুদুল হাসান নিজামী

অনুনয় করে বিনয় করে
এসে যাবে তব খুব কাছে
বিশ্বাস করুন তারই ভেতর
আরেকটি রূপ লুকিয়ে আছে।
অতি এবং অতি
সর্বদাই ক্ষতি।
অতি অতি বিনয়
সেও এক অভিনয়।
খোদার সৃষ্টি এই দুনিয়ায়
কত্তো রকম মানুষ
মমতায় মরীচিকায়।
বুঝে শুনে করো কাজ
পাবেনাতো তবে লাজ।

SHARE

Leave a Reply