Home ছড়া-কবিতা কবিতা কোরবানি । ইসমাঈল হোসেন দিনাজী

কোরবানি । ইসমাঈল হোসেন দিনাজী

কোরবানি নয় শুধু খাওয়া গোশত,
সবে এর ভাগ পায় দুস্থ ও দোস্ত।
দীন-দুঃখী গরিবের হক আছে এতে,
নিরন্ন দেখো থাকে হাত পেতে।

নিজে খেলে ভাই কোরবানি হয় কি,
দেখো কার অশ্রু নির্জনে বয় কি?
কোরবানি আনে হাসি-খুশি বান,
নেচে ওঠে দূর গ্রাম কৃষকের প্রাণ।

কোরবানি নয় শুধু পোলাওয়ের ঘ্রাণ,
ভালোবাসা সুখ সুখ আনন্দ গান।
এই দিনে ঘুচে যাক সবার অভাব,
কে গরিব নির্ধন আর কে সেই নবাব?

SHARE

Leave a Reply