সাত সমুদ্রের মাঝেও যদি
কবর তোমার হয়,
তোমার লেখা সৃষ্টিগুলোর
হবে না তো ক্ষয় ।
সবাই তোমায় বাসে ভাল
উজাড় করে মন,
তোমার নামটা যতন করে
রাখে সারাক্ষণ।
সবার মনে ‘আল মাহমুদ’
প্রিয় একটি নাম,
দ্বীন ইসলামের কথা বলে
পেয়েছো খুব দাম।
সাত সমুদ্রের মাঝেও যদি
কবর তোমার হয়,
তোমার লেখা সৃষ্টিগুলোর
হবে না তো ক্ষয় ।
সবাই তোমায় বাসে ভাল
উজাড় করে মন,
তোমার নামটা যতন করে
রাখে সারাক্ষণ।
সবার মনে ‘আল মাহমুদ’
প্রিয় একটি নাম,
দ্বীন ইসলামের কথা বলে
পেয়েছো খুব দাম।