বোদ্ধা ছিলেন যোদ্ধা ছিলেন কবি ছিলেন তিনি,
বুক জোড়া তার সাহস ছিল নয় তো চাট্টিখানি।
সত্য বলার বুকের পাটা কলম ছিল ধার,
কে বলবে আল মাহমুদ শুধুই কবিতার?
গদ্য ছিল ঝরঝরে তাঁর গল্পগুলোর বুনন,
অসাধারণ মাত্রা ছিল কবিতা তো উনুন!
মিছিল নিয়ে লেখা ছড়া আগুন ছড়ায় খুব,
গণদাবির কলাম লিখেন শাণিত চাবুক!
কবিতার যে জগৎ আছে সেথায় তিনি রাজা,
বিনয়ী খুব আল মাহমুদ বিশ্বাসে তরতাজা।
স্বাধীনতার বীর সেনানী আজকে তিনি নেই,
তোমরা এখন বুনতে থাকো (তাঁর) কথাগুলোকেই।