Home নিয়মিত অনুশীলন অনুশীলন

অনুশীলন

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো।
এবারও একটি কবিতার প্রথম অংশটি দেয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও।
প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে।
আল্লাহ হাফিজ।
তোমাদেরই পরিচালক ভাইয়া।

জুলাই, ২০১৯ মাসের ছড়া

“একটুখানি ভেবে দেখো
মানুষ কত বড়
বড় হলেই অনেক কিছু
করতে পারো জড়ো।”

মে ২০১৯ মাসের ছড়া

“ন্যায়ের পথে থাকো যদি
পাবে অনেক সুখ,
চারিপাশে দেখতে পাবে
বহু আপন মুখ।”

এই জীবনে তুমি যদি
সহ্য করো দুখ,
পরকালে পাবে তুমি
জান্নাতের সুখ।
ন্যায়ের পথে করলে আয়
না হও তুমি রাজা
পরকালে পাবে না তুমি
জাহান্নামের সাজা।

মিরাজ হোসেন
মমতাজেন্নেছা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়, রায়পুর, লক্ষ্মীপুর

SHARE

Leave a Reply