Home ছড়া-কবিতা সোনালি কবি । সাজজাদ হোসাইন খান সোনালি কবি । সাজজাদ হোসাইন খান July, 2019 কবি আল মাহমুদ এখন কেবলই স্মৃতি এইভাবে ঝরে কতো শত কুসুমকলি থাকে শুধু অবশেষ প্রেমাঞ্জলি এমনি করে হয় সময়ের ইতি। আচমকা থেমে যায় জীবন-সফর তারপর কতোকাল ঘুমের গভীর নীরব নিশীথ যাপন সোনালি কবির পুষ্পকুঞ্জে নতুন ঠিকানা নতুন ঘর।