Home ছড়া-কবিতা মায়ের ভালোবাসা । মুহাম্মদ ইব্রাহিম বাহারী

মায়ের ভালোবাসা । মুহাম্মদ ইব্রাহিম বাহারী

আমাদের কুঁড়েঘর এইখানে শান্তি,
শান্তির আঁচল তলে নেই কোন ভ্রান্তি।
এক সাথে চলি ফেরি মিলে মিশে থাকি,
মায়ের ভালোবাসায় স্বপ্ন আঁকি।

খড়ের চালার ভিতর চাঁদ মারে উঁকে,
জোছনায় চুমো দেয় থাকি মহাসুখে।
খাট ছাড়া মাটিতে রাতের শয়ন,
একঘুমে রাত শেষ জুড়ায় নয়ন।

গাছের শীতল ছায়ায় ভরে ওঠে প্রাণ,
বুকে মিশে একাকার মাটির ঘ্রাণ।
মাঠে ঘাটে কাজ করি নেই কোন দুখ
মায়ের ভালোবাসায় উতলায় বুক।

যা খাই একসাথে মা ভাই বোন,
প্রতিবেশীর কাছে টেনে করি আপন।
কত সুখ ভালোবাসা মায়ার বাঁধন
এইখানে থেকে করি অসাধ্য সাধন।

SHARE

Leave a Reply