ও সাদা মেঘ বলো
আবার বুঝি মন হলো ভার?
সারা আকাশ কালো।
ঝরঝরিয়ে দুনিয়া ভেজাও
যখন তখন,
তোমার ছেলে দস্যি বুঝি
আমার মতন?
মা তো আমার দু’হাত তুলে
জায়নামাজে
খোদার আরশ কাঁপিয়ে কাঁদেন
আপন মনে।
আমি যেন জান্নাতি হই
জগৎ করে আলো
প্রাণগুলোতে প্রদীপ জ্বেলে
দূর করে সব কালো।
তোমার ছেলে সঙ্গী হবে
সেদিন আমার
নীল আকাশে ভাসাও এবার
ভেলা তোমার।