Home ছড়া-কবিতা ফুলের মতো গড়তে জীবন । ওয়াহিদ আল হাসান

ফুলের মতো গড়তে জীবন । ওয়াহিদ আল হাসান

ঘুমের ঘোরে আর থেকো না
ঝেড়ে ফেলো গড়িমসি
ফজর শেষে পুব দিগন্তে
হাসছে ভোরের রবি শশী।

জীবনটাকে গড়তে হলে
খুব সকালে জাগতে হবে
প্রভুর শানে কালাম পড়ে
নিত্য কাজে ব্যস্ত রবে।

ধর্ম বিজ্ঞান সবাই বলে
এমন নিয়ম রীতির কথা
ফুলের মতো গড়তে জীবন
ঘুরবো না ভাই যথাতথা।

নিয়মমাফিক চললে পরে
ভরবে জীবন ফুলে ফলে
সত্য পথের পথিক হলেও
পাছে লোকে কিছু বলে।

SHARE

Leave a Reply