Home ছড়া-কবিতা ঈদ ও আজকের বিশ্ব । জাকারিয়া খান সৌরভ

ঈদ ও আজকের বিশ্ব । জাকারিয়া খান সৌরভ

বাংলাদেশের শিশু-কিশোর
ফিরনি সেমাই খাও,
নতুন জামা জুতো পরে
যেদিক খুশি যাও।
সিরিয়ার অবুঝ শিশু
দেখতে তোমরা পাও,
ডাস্টবিনে খাদ্য কুড়ায়
সাথে আছে মা-ও।
ফিলিস্তিনের তরুণ বন্ধু
রক্তে আজ রঞ্জিত,
মায়ের আদর বাবার সোহাগ
থেকেও তারা বঞ্চিত।
কাশ্মিরিদের চোখে শুধু
ভয়ভীতি আর হতাশা,
তারপরেও বিশ্ববিবেক
করছে শুধু তামাশা!
রোহিঙ্গা শিশুর আর্তনাদে
আরাকান আজ প্রকম্পিত,
বিশ্বজুড়ে মুসলিম নিধন
মানবতা ভূলুণ্ঠিত।

SHARE

Leave a Reply