রঙধনু রঙ নিয়ে
করে কি যে খেলা
আমি খুঁজি চাঁদটাকে
কেটে গেলে বেলা।
প্রতিদিন চাঁদ ওঠে
সেই চাঁদ নয়
যেই চাঁদে ভরা আছে
খুশির বিজয়।
যেই চাঁদে লেখা থাকে
সাম্যের গান
ভুলে যায় মানুষেরা
বিভেদের বান।
যেই চাঁদে আঁকা থাকে
সত্যের সুখ
সেই চাঁদ খুঁজে খুঁজে
আমি উন্মুখ।