Home ছড়া-কবিতা ঈদের দিনে । আ. শ. ম. বাবর আলী

ঈদের দিনে । আ. শ. ম. বাবর আলী

ঈদের দিনে মনের মাঝে
কত খুশি লাগে,
সবার সাথে মিশে যেতে
ইচ্ছে মনে জাগে।
ঈদের দিনে পড়তে নামাজ
ঈদগাহে যাই সবে,
নামাজ শেষে মেতে উঠি
খুশির কলরবে।
মানুষেতে সব ভেদাভেদ
ভুলবো যে আজ থেকে,
ছোট বড় এক হবো সব
খুশির আবির মেখে।
ঈদের দিনে সবাই মিলে
এটাই শপথ নেবো,
সবার সুখের জন্য সবাই
বিলিয়ে নিজকে দেবো।

SHARE

Leave a Reply