Home ছড়া-কবিতা ঈদ । আসাদ বিন হাফিজ ঈদ । আসাদ বিন হাফিজ June, 2019 ঈদ বড়ো না জিদ বড়ো? তবে কেনো জিদ করো? আমার ওটা চাই-ই চাই এর নামতো জিদরে ভাই। জিদে বাড়ায় কষ্ট ঈদকে করে নষ্ট। সামনে কভু ঈদ এলে জিদ করো না মা ছেলে। ঈদ মানে তো খুশি মিষ্টি মুখে হাসি। এলোরে ভাই ঈদের দিন সবাই ঈদের সালাম নিন।