Home ছড়া-কবিতা জোছনাফুল । সাজজাদ হোসাইন খান

জোছনাফুল । সাজজাদ হোসাইন খান

চাঁদের দেশে কি করে হয় ঈদ
জানতে খবর যতই ধর জিদ,
কে দেবে এর জবাবখানা
নাই যে কারো সঠিক জানা
চরকাবুড়ির কান্না ভেজা হৃদ।

বুড়ির নাকি বসত ভিটা চাঁদে
অযুত বছর ঘুরছে হাজার ফাঁদে,
ঈদের দেখা মিলছে নাতো
কান্না করে ডুকরে যতো
ফিরনি পায়েস কোন ভরসায় রাঁধে!

চাঁদের আকাশ ভীষণ ফাঁকা ফাঁকা
সেখানে নাই একটাও চাঁদ আঁকা
চরকাবুড়ির নরম মনে
ভাবনা নামে ক্ষণে ক্ষণে
ঈদ কি তবে জোছনাফুলে ঢাকা?

কই গেলো হে চাঁদের যমজ ভাই
যার পালকে ঈদের দেখা পাই,
চরকাবুড়ি হাঁটছে জোরে
ঈদটা কখন আসবে উড়ে
জোছনাফুলের ঢাকনা খুলো তাই।

চাঁদের আকাশ হলুদ রঙের পাখা
সেই হলুদে চাঁদ-তারা কই আঁকা,
নাই যেখানে ঈদের খবর
আর কতো সে করবে সবর
হঠাৎ বুড়ির বন্ধ খুশির চাকা।

সুরমা ধূলির বিশাল-বড় চরে
শুধুই ব্যথা পড়ছে ঝরে ঝরে।

SHARE

Leave a Reply