আজকে ঈদের চাঁদ উঠেছে আকাশে
একফালি চাঁদ ঝকমকে আর বাঁকা সে
দারুণ খুশির ঝড় উঠেছে ওখানে
কেনা কাটার ধুম পড়েছে দোকানে
ঘরে বাইরে সবখানে আজ আনন্দ
আজকে সবাই নৃত্য এবং গানন্ধ
কিন্তু কোথাও কেনো হয়নি রান্না যে?
মনে নেইতো ফুর্তি কেবল কান্না যে
মার খাওয়া আর ভাঙা মনের লোকেরা
ঈদ পায়নি বুকে ভীষণ ক্ষত যে
দুঃখ মনে ভিড় করেছে কত যে
রক্ত তাদের শুষে নিয়েছে জোঁকেরা।