জোড় হাতে করতালির শব্দে বেশ
ভুলে যাই পৃথিবীর নাপাক পরিবেশ।
ঘরে সবুজ মনকে ঘুম পাড়ায়ে
পরের সিন্ধুকে রাখি জেহেলের হাত
পলিথিনে পেরেক বসাতে হাতুড়ি হাতে
রাত-দিন কামার সেজে করছি আঘাত।
ভিটামিন রোদেলা সাহস নিদ্রায় কাটে
মাছের আঁইশে খুঁজি মানচিত্রের ছাপ।
অথচ একদিন এসব অভিশাপের ইতিহাস
আমার মনে হতো অপাঠ্য, নিকোটিন বাতাস।