ঈদ এসেছে চাঁদ হেসেছে
সুখের ভেলার বাঁধ ভেসেছে
মিষ্টি কথার খই ফুটেছে
সবার মনের ভুল ছুটেছে
সুখের হাসির পাল তুলেছে
হিংসা বিদ্বেষ সব ভুলেছে
চোখে খুশির জল জমেছে
আঁধার কালো রাত কমেছে
সূর্য হেসে চোখ খুলেছে
পূব দিগন্তে তাই ঝুলেছে।
ঈদ এসেছে চাঁদ হেসেছে
সুখের ভেলার বাঁধ ভেসেছে
মিষ্টি কথার খই ফুটেছে
সবার মনের ভুল ছুটেছে
সুখের হাসির পাল তুলেছে
হিংসা বিদ্বেষ সব ভুলেছে
চোখে খুশির জল জমেছে
আঁধার কালো রাত কমেছে
সূর্য হেসে চোখ খুলেছে
পূব দিগন্তে তাই ঝুলেছে।