ত্রিশ দিনের সিয়াম শেষে
এলো খুশির ঈদ,
ভোর হতেই খোকা-খুকির
ভেঙে গেল নিঁদ।
নতুন জামা আতর গোলাপ
নতুন জুতা পরে,
ঈদের নামাজ পড়তে যাবে
ঈমান তাজা করে।
আজকে যারা অনাথ দুঃখী
তাদের কথা ভাবো,
সেমাই ফিরনি খাওয়ার সময়
ওদের নিয়ে খাবো।
ঈদের খুশি বিলিয়ে যাবো
গরিব দুঃখীর মাঝে,
অনাহারীর অন্ন দিব
সকাল দুপুর সাঁঝে।