Home তোমাদের কবিতা খুশির বাঁধ । সাজিদ মাহমুদ

খুশির বাঁধ । সাজিদ মাহমুদ

শাওয়ালের নতুন চাঁদ
যার মাঝে নেই খাদ,
তাকে দেখে সবার মনে
ভাঙলো খুশির বাঁধ।

পাড়ায় পাড়ায় পড়লো সাড়া
বাজলো খুশির বীণ,
বছর ঘুরে আসলো আবার
ফিতর ঈদের দিন।

ঘরে ঘরে পিঠা পায়েস
ফিরনি যে হয় রান্না,
চিরতরে দূর হয়ে যাক
গরিব দুখির কান্না।

হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব ভুলে
কায়েম করো সাম্য,
খুশির দিনে সবার তরে
এটাই যে আজ কাম্য।

SHARE

Leave a Reply