Home তোমাদের কবিতা আমাদের গ্রাম । মাহমুদ যুবায়ের

আমাদের গ্রাম । মাহমুদ যুবায়ের

নদীর পাড়ে ছোট্ট গ্রাম
নামটি কিশোরপুর
গাছগাছালি পাখপাখালি
অপূর্বে ভরপুর।

সকাল হলে লাঙল কাঁধে
কৃষক ছোটে মাঠে
তাঁতী, নাপিত, কামার-কুমার
ভিড় জমায় হাটে।

বিকাল হলে আকাশে ওড়ে
রঙিন কত ঘুড়ি
অদূর বনের হাতছানিতে
মনটা নেয় কাড়ি।

সন্ধ্যা হলে সূর্য যখন
অস্তে চলে যায়
রাখাল ছেলে চরিয়ে ধেনু
ফেরে তার গাঁয়।

SHARE

Leave a Reply