ঈদ এসেছে বছর ঘুরে
সবার মুখে হাসি
ঈদের দিনে গরিব যারা
তাদের ভালোবাসি।
মিলে মিশে এক সাথে আজ
সেমাই পায়েস খাবো
নতুন জামা পরে সবাই
ঈদগাহেতে যাবো।
সবাই মিলে একসাথে আজ
গরিব দুঃখী নিয়ে
ঈদ কাটাবো আনন্দ আর
হাসিখুশি দিয়ে।
ঈদ এসেছে বছর ঘুরে
সবার মুখে হাসি
ঈদের দিনে গরিব যারা
তাদের ভালোবাসি।
মিলে মিশে এক সাথে আজ
সেমাই পায়েস খাবো
নতুন জামা পরে সবাই
ঈদগাহেতে যাবো।
সবাই মিলে একসাথে আজ
গরিব দুঃখী নিয়ে
ঈদ কাটাবো আনন্দ আর
হাসিখুশি দিয়ে।