তোমরা যখন যাও ঘুমিয়ে
উঠি আমি জেগে,
ডানা মেলে চতুর্দিকে
ছুটি ঝড়ের বেগে।
কারা কারা অনাহারে
কাঁদে ঘুমের ঘরে,
ক্ষুধার জ্বালায় মুষড়ে পড়ে
আহাজারি করে ।
ঘুরে ঘুরে দেখলে তাদের
ঘুম আসে না কভু,
ভাগ্যে তাদের সুখের দেখা
দাও না ওগো প্রভু।
তোমরা যখন যাও ঘুমিয়ে
উঠি আমি জেগে,
ডানা মেলে চতুর্দিকে
ছুটি ঝড়ের বেগে।
কারা কারা অনাহারে
কাঁদে ঘুমের ঘরে,
ক্ষুধার জ্বালায় মুষড়ে পড়ে
আহাজারি করে ।
ঘুরে ঘুরে দেখলে তাদের
ঘুম আসে না কভু,
ভাগ্যে তাদের সুখের দেখা
দাও না ওগো প্রভু।