ঝরাপাতা পড়ে থাকে পায়ের তলায়
হাওয়ায় মিলিয়ে যায় ক্ষণকাল পর
জীবনেও ঝড় এসে ভেঙে যায় ঘর
লাভ কী হবে বলো বলা না বলায়?
তবু কিছু কথা বলে কমে যদি ভার
এই ভেবে বলি কিছু জীবনের কথা
তবু শুধু হাহাকার আর বিষণ্নতা
ভেঙে দেয় স্বপ্ন মরে যাই বারবার।
মৃত্যুর কবল থেকে মাঝে মাঝে ছাড়
পেয়েও যখন নেই কোনো অনুতাপ
পুণ্যতা হ্রাস পায়, বাড়ে শুধু পাপ
তখন আবার খুঁজে ফিরি মুক্তির দ্বার।