কত যে রাত নীরবে গেলো ভুলেও ভাবিনি কভু,
কতটা সময় অবহেলায় গেলো ডাকিনি তোমায় প্রভু।
হেলায় খেলায় দিন কেটেছে পার করেছি সময়,
বুঝেছি সবই দুনিয়ার মোহ দুনিয়া কিছু নয়।
গুনাহের বোঝা পাহাড় সমান অনুতপ্ত এই হৃদয়,
তিলে তিলে মরছে আয়ু আর নয়- আর নয়।
পরিশুদ্ধির এই রাত্রিতে তুলেছি তাই দু’হাত,
কবুল করো হে দয়াময় আমার এই মুনাজাত।