Home ছড়া-কবিতা আমার বাড়ি । হেলাল আনওয়ার

আমার বাড়ি । হেলাল আনওয়ার

আমার বাড়ি ঐ গ্রামের
ছোট্ট নদীর ধারে
সবুজ মায়ায় জড়িয়ে রাখে
আমার জীবনটারে।
ছোট্ট ঘরে চাটাই পেতে
শুনতাম মাঝির গান
ঢেউয়ের খোঁপায় নাচতো যেন
নদীর কলতান।
হরেক পাখি উঠতো ডেকে
ভোরের আভা পেয়ে
ঘাস ফড়িংরা মেলতো ডানা
ভোর শিশিরে নেয়ে।
আমার বাড়ি নদীর খাড়ি
একটু খানি দূরে
নদীর সাথে ভাব যে আমার
সারা হৃদয় জুড়ে।
কিন্তু আমার কষ্ট লাগে
সেই নদী আজ নেই
নেইতো এখন পানির ধারা
আগের মতো সেই।
সবাই যেন ভুলেই গেছে
ঢেউ তরঙ্গের নাচ
স্বচ্ছ পানির স্রোতধারা
পাবদা পুঁটি মাছ।
নদীর কাছে বাড়ি আমার
নদী আমার টানে
হয়তো নদী বলবে কথা
আমার কানে কানে।

SHARE

Leave a Reply