তিনি আমার প্রিয় মানুষ
এবং প্রিয় কবি,
হৃদয়জুড়ে আঁকা আছে
তার প্রিয় মুখছবি।
তার কবিতায় প্রেরণা পাই
আমি সকল কাজে,
তিনি আমার ভোরের আলো
সন্ধ্যা-তারা সাঁঝে।
সর্বহারার মর্ম ব্যথায়
সমব্যথী হতে,
শেখায় আমায় আরও শেখায়
চলতে সহজ পথে।
তাঁর কবিতা গল্প ছড়া
উপন্যাস ও গান,
মিটায় আমার মনের ক্ষুধা
নিত্য অফুরান।
আমার মত সবার প্রিয়
তিনি যে অতুল,
আমাদেরই জাতীয় কবি
বিদ্রোহী নজরুল।