কে তুমি গো এমন করে
দিচ্ছো মিষ্টি হাসি?
হাসি দিয়ে বলছো তুমি
রবকে ভালোবাসি।
কে তোমার রব একটু শুনি
কি পরিচয় বলো?
রবকে চিনতে হলে তুমি
আমার সাথে চলো।
কেমন করে আসলে তুমি
এই ধরাতে জানো?
মহান আল্লাহ স্রষ্টা তোমার
সেই স্রষ্টাকে মানো।
কে তোমাকে খাবার খাওয়ায়
কে তোমাকে পরায়?
আকাশ হতে কোন সে মহান
বৃষ্টি জানো ঝরায়?
কে তোমাকে ভালোবাসে
সবার চাইতে বেশি?
কে তোমাকে ভাষা দিলো
করলো বাংলাদেশি?
তিনি হলেন মহান আল্লাহ
তিনি সবার মালিক
তার ইবাদত করি সবাই
তিনি মোদের খালিক।