Home তোমাদের কবিতা সব্যসাচী আল মাহমুদ । কবির কাঞ্চন

সব্যসাচী আল মাহমুদ । কবির কাঞ্চন

আল মাহমুদের গল্প-উপন্যাস মুগ্ধতায় ভরা
কালে কালে রবে যে তার কবিতা-ছড়া।

শব্দ নিয়ে খেলে হলেন শব্দবাজিকর
মেধা দিয়ে মেলে দিলেন জ্ঞানের বাতিঘর।

সব্যসাচী লেখক বলে তার যে জুড়ি নাই
একজীবনের মানে খুঁজে তার লেখাতে পাই।

কবির লেখায় উঠে আসে জীবনের জয়গান
যেই ছোঁয়াতে পাঠকমনের ভালোবাসা পান।

অসঙ্গতির বিরুদ্ধে তার কলম ছিল সরব
প্রাণের কথা লিখে তিনি হলেন মোদের গরব।

SHARE

Leave a Reply