আজান হল ওই
কইরে তোরা কই?
আয়রে সবে ভাই
নামাজ পড়তে যাই।
আড্ডা নয় রে আর
ভাব নারে একবার-
মিছে মায়ার কার
পড়ছিস বারে বার!
থাকতে সময় তাই
চলে এসো ভাই
দলবেঁধে সবাই
দ্বীনের পথে যাই।
আজান হল ওই
কইরে তোরা কই?
আয়রে সবে ভাই
নামাজ পড়তে যাই।
আড্ডা নয় রে আর
ভাব নারে একবার-
মিছে মায়ার কার
পড়ছিস বারে বার!
থাকতে সময় তাই
চলে এসো ভাই
দলবেঁধে সবাই
দ্বীনের পথে যাই।