Home নিয়মিত অনুশীলন- এপ্রিল’২০১৯

অনুশীলন- এপ্রিল’২০১৯

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো।
এবারও একটি কবিতার প্রথম অংশটি দেয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। আল্লাহ হাফিজ।

তোমাদেরই পরিচালক ভাইয়া

এপ্রিল ২০১৯ মাসের ছড়া

‘ঈদটা এবার এমন হোক
ঝুট ঝামেলা ছাড়া
ঝিলিক দিয়ে উঠুক চাঁদ
মিষ্টি নজর কাড়া।’

ফেব্রুয়ারি ২০১৯ মাসের ছড়া,

‘বৈশাখ এলো বৈশাখ এলো
তারই সাথে ঝড়
ডাল উড়ছে চাল উড়ছে
উড়ছে খড়ের ঘর।’

বাতাস বইছে, আম পড়ছে
তারই সাথে জাম,
পক্ষী ছানার ঘর ভাঙছে
মরছে অবিরাম।
ঝড় এসেছে ঝড় এসেছে
নতুন করে আবার,
এই তো সময় নতুন বছর
নতুন শুরু করার।

গাজী মিল্লাত মাহমুদ
সেলিমগড় বাজার, মোরেলগঞ্জ, বাগেরহাট

আরো যাদের লেখা ভালো হয়েছে

জিয়ারুল ইসলাম জুয়েল, পাইকেরছড়া, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম; মো: শরীফ, কাউয়ারটেক, মনপুরা, ভোলা; নাসির আহম্মদ, আসাদগেট, ঢাকা; মো: জুয়েল আহমেদ, মুরাদনগর, কুমিল্লা; পিন্টু চন্দ্র রায়, সাতকানিয়া, চট্টগ্রাম; মেহেদি হাসান ভূইয়া, দাউদকান্দি, কুমিল্লা; মারুফ আল্লাম নুরী, ধাপ-সাতগড়া, রংপুর; রবিউল আওয়াল, রানী নগর, চাঁপাইনবাবগঞ্জ; মো: জাহাঙ্গীর আলম, গছিডাঙ্গা, পাইকেরছড়া, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম; যাবির আহাম্মেদ জিহাদ, ইসলামপুর, জামালপুর; খাদিজা তুল কোবরা উমামা, খোকসাবাড়ি, এনায়েতপুর, সিরাজগঞ্জ।

SHARE

Leave a Reply